ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

নবম ওয়েজবোর্ড ঘোষণার দাবীতে চট্টগ্রামে সিইউজের বিক্ষোভ

প্রকাশিত : ১৯:৫৬, ১৮ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:৫৬, ১৮ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

নবম ওয়েজবোর্ড ঘোষণার দাবীতে চট্টগ্রামে বিক্ষোভ করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন- সিইউজে। ফেডারেল সাংবাদিক ইউনিয়নের বিএফইউজে’র পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ সমাবেশ হয়। এতে বক্তব্য দেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি কলিম সরওয়ার, বিএফইউজের সহ-সভাপতি শহিদুল আলম এবং সিইউজের সাবেক সভাপতি এম নাসিরুল হক। প্রস্তাবিত বেতন কাঠামো অবিলম্বে ঘোষণা করা না হলে বৃহত্তর আন্দোলনেরন হুশিয়ারি দেন বক্তারা ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি