ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

নবাবগঞ্জে দ্বিতীয় দিনে ৪১ জনকে জরিমানা

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৯, ২ জুলাই ২০২১ | আপডেট: ১৬:০০, ২ জুলাই ২০২১

ঢাকার নবাবগঞ্জে কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে আজ শুক্রবার সরকারি নির্দেশনা অমান্য করার অপরাধে ৪১ জনকে ১৫ হাজার ৮শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃষ্টি উপেক্ষা করে শুক্রবার সকাল থেকে উপজেলা সদর নবাবগঞ্জ ও বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অরুন কৃষ্ণ পাল। এসময় সরকারি নির্দেশনা অমান্য করার অপরাধে ২৯টি মামলায় ৪১ জনকে ১৫ হাজার আটশত টাকা জরিমানা করেন তিনি।

তার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কাজে সহযোগিতা করেন সেনাবাহিনী, বিজিবি, নবাবগঞ্জ থানা পুলিশ ও আনসার সদস্যরা।

বিষয়গুলো নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অরুন কৃষ্ণ পাল বলেন, সরকারি নির্দেশনা পালনের লক্ষ্যে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এনএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি