ঢাকা, সোমবার   ২০ মে ২০২৪

নবাবগঞ্জে বিনামূল্যে বীজ বিতরণ

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৩০, ৪ অক্টোবর ২০২০

ঢাকার নবাবগঞ্জে দরিদ্র বিমোচনের লক্ষ্যে পুষ্টি সমৃদ্ধ উচ্চ মূল্যের অপ্রধান শস্য উৎপাদন ও বাজারজাত করণ কর্মসূচীর অংশ হিসেবে বিনামূল্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে শস্য বীজ বিতরণ করা হয়েছে। একই সাথে সমবায়ী কৃষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে নবাবগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (বিআরডিবি)’র আয়োজনে সমিতির সভা কক্ষে এ অনুষ্ঠান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু। কেন্দ্রীয় সমবায় সমিতি (বিআরডিবি)’র চেয়ারম্যান দেওয়ান আওলাদ হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তাইয়্যেবুর রহমান, জেলা প্রধান শস্য বিশেষজ্ঞ মো. সোহেল রানা, শস্য উন্নয়ন কর্মকর্তা আকাশ মন্ডল, সমিতির সহ-সভাপতি মো. আক্কাস আলী, পরিচালক কুতুবউদ্দিন চুন্নু
প্রমুখ।
কেআই/
 


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি