ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

দোহারের দেড় টন নিষিদ্ধ পলিথিন জব্দ

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

প্রকাশিত : ১৯:২৮, ৪ নভেম্বর ২০১৯

ঢাকার দোহার উপজেলার জয়পাড়া বাজার থেকে দেড় টন নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। সোমবার দুপুরে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এনফোর্সমেন্ট শাখার নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী তানজীদ আহমেদ এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে জয়পাড়া বাজারের পাঁচটি দোকান ও একটি গোডাউন থেকে দেড় টন নিষিদ্ধ পলিথিন উদ্ধার করে তা জব্দ করা হয়। নিষিদ্ধ পলিথিন বিক্রি ও মজুদের অপরাধে বাজারের ব্যবসায়ী মোকছেদ আলী, মো. আলমগীর, গৌর কুন্ডু, আব্দুল জলিল, মদন মোহন বনিক ও মো. মিরাজকে মোট এক লাখ পাঁচ হাজার টাকা ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেয়া নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী তানজীদ আহমেদ বলেন, নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে সারাদেশে অভিযান চলছে এবং এ অভিযান চলমান থাকবে। উদ্ধারকৃত পলিথিন জব্দ করা হয়েছে এবং এর সাথে জড়িত ব্যবসায়ীদের অর্থদণ্ড করা হয়েছে।

কেআই/এসি
 
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি