ঢাকা, বুধবার   ০১ মে ২০২৪

নম্বর অপরিবর্তিত রেখে অন্য অপারেটরের সেবায় বাড়লো অপেক্ষা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৯, ২ আগস্ট ২০১৮

নম্বর অপরিবর্তিত রেখে অপারেটর বদলের (এমএনপি) প্রক্রিয়া চলতি মাসে চালু হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। এর ফলে এ মাস থেকেই গ্রাহকরা এই সুবিধা পাচ্ছেন না। সুবিধাটি পেতে গ্রাহকদের আরও অন্তত দুই মাস অপেক্ষা করতে হবে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

বিটিআরসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এ সেবা শুরু করতে আরও দুইমাস সময় লাগবে।

এর ফলে অপারেটররা এ সেবা চালুর জন্য সব প্রস্তুতি নিতে আরও দুই মাস সময় পাচ্ছেন। সব ধরনের সমস্যার সমাধান করেই এমএনপি সেবা শুরু করার নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে গ্রাহকরা কোনও ধরনের ভোগান্তিতে না পড়েন।

প্রসঙ্গত, গত এপ্রিলে অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটর অব বাংলাদেশ (অ্যামটব) থেকে এমএনপির জন্য আরও তিন মাস সময় নেওয়ার ঘোষণার প্রেক্ষিতে চলতি আগস্ট মাসে এ সেবা শুরুর আশ্বাস পাওয়া গিয়েছিল।

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি