ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

নাটোরে কমিউনিটি ক্লিনিকে শ্লীলতাহানির মামলায় গ্রেফতার হয়নি কেউ

প্রকাশিত : ১৫:৪০, ১ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৫:৪০, ১ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

নাটোরের সিংড়ায় কমিউনিটি ক্লিনিকে শ্লীলতাহানির শিকার কলেজ ছাত্রীর ভাই মামলা করলেও গ্রেফতার হয়নি কেউ। বরং আসামীপক্ষ উল্টো হুমকি দিচ্ছে বলে অভিযোগ বাদীপক্ষের। এদিকে, ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। আসামিদের ভয়ে বাড়িতে থাকতে পারছেন না নির্যাতিতা কলেজ ছাত্রী। আশ্রয় নিয়েছেন অন্যের বাড়িতে। সোমবার মা ও ভাতিজীকে নিয়ে চিকিৎসার জন্য স্থানীয় তিনভিটা কমিউনিটি ক্লিনিকে যান ওই কলেজ ছাত্রী। সেসময় ক্লিনিক পরিচালনা কমিটির সদস্য মাহাবুর রহমান, তার সহযোগী সেলিম হোসেন ও শামিম ফকির ওই ছাত্রীর শ্লীলতাহানি করে। মেয়েটির চিৎকারে লোকজন ছুটে এলে পালিয়ে যায় তারা। ঘটনার সত্যতা স্বীকার করলেও ঘটনাটি প্রেমঘটিত বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি। আর উপজেলা প্রশাসন জানালেন তদন্তের কথা। ঘটনার পর মেয়েটির ভাই বাদী হয়ে থানায় মামলা করেছেন। আর অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি