ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

নাটোরে জটের কবলে পড়েছে ৩০ হাজার মামলা

প্রকাশিত : ১২:৪০, ১৬ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১২:৪০, ১৬ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

নাটোরে বিচারক ও এজলাস সংকটে জটের কবলে পড়েছে ৩০ হাজার মামলা। ফলে ভোগান্তির শিকার হচ্ছেন বিচারপ্রার্থীরা। এদিকে সংশ্লিষ্টদের দাবী, বিচারক সংকটের মধ্যেও গত বছর প্রায় দুই হাজার  মামলা নিস্পত্তি হয়েছে। নাটোর জজ আদালতসহ বিভিন্ন আদালতে শুন্য রয়েছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের পদ। বিচারকের পাশাপাশি সংকট রয়েছে এজলাশের। এছাড়া জেলা জজ আদালতে নিস্পত্তির অপেক্ষায় ৩০ হাজার ৫৮৮টি মামলা। সাক্ষী ও মামলার তদন্তকারী অফিসারের গড় হাজিরাসহ সরকারী কৌশলী স্বল্পতাও মামলা জটের কারন বলে জানান আইনজীবীরা। মামলা জট কমাতে পারিবারিক আদালত আলাদা করা-সহ সিভিল আপিল শুনানীর জন্য একজন সাবজজ স্থায়ী করার পরামর্শ এই সিনিয়র আইনজীবির। তবে বিচারক সংকট সত্বেও মামলার জট কমছে বলে জানান নাটোর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর। জট কমিয়ে দ্রুত মামলা নিষ্পত্তির দাবি বিচার প্রার্থীদের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি