ঢাকা, রবিবার   ২৮ এপ্রিল ২০২৪

নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৪তম জন্মবার্ষিকী আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৬, ১৮ আগস্ট ২০২৩

বাংলা নাট্য আন্দোলনের অগ্রপথিক এবং এ দেশে নতুন নাট্যরীতির প্রবর্তক সেলিম আল দীনের ৭৪তম জন্মবার্ষিকী শুক্রবার। ১৯৪৯ সালের ১৮ আগস্ট ফেনীর সোনাগাজী উপজেলার সেনেরখিল গ্রামে জন্মগ্রহণ করেন বাংলা নাটকের এ প্রবাদপুরুষ। তিনি ঐতিহ্যবাহী বাংলা নাটকের বিষয় ও আঙ্গিক নিজ নাটকে প্রয়োগ করেছেন।

ঢাকা থিয়েটারের প্রতিষ্ঠাতা সদস্য সেলিম আল দীন ১৯৮১-৮২ সালে নাট্য নির্দেশক নাসির উদ্দীন ইউসুফকে সঙ্গী করে গড়েন গ্রাম থিয়েটার। তাঁর প্রথম রেডিও নাটক ‘বিপরীত তমসায়’। মঞ্চনাটক ‘সর্প বিষয়ক গল্প’ মঞ্চায়ন হয় ১৯৭২ সালে।

সেলিম আল দীন শুধু নাটক রচনার মধ্যে সীমাবদ্ধ থাকেননি। বাংলা ভাষার একমাত্র নাট্যবিষয়ক কোষগ্রন্থ ‘বাংলা নাট্যকোষ’ সংগ্রহ, সংকলন, প্রণয়ন ও সম্পাদনা করেন তিনি। তাঁর রচিত ‘হরগজ’ নাটকটি সুইডিশ ভাষায় অনূদিত হয় এবং ভারতের রঙ্গকর্মী নাট্যদল হিন্দি ভাষায় মঞ্চায়ন করে। জীবনের শেষ ভাগে ‘নিমজ্জন’ নামে মহাকাব্যিক এক উপাখ্যান বেরিয়ে আসে তাঁর কলম থেকে। নাটকে অসামান্য অবদানের জন্য সেলিম আল দীন একুশে পদক, বাংলা একাডেমি, কথাসাহিত্য পুরস্কার, নান্দিকার পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ নানা পুরস্কার ও সম্মাননায় ভূষিত হন। ২০০৮ সালের ১৪ জানুয়ারি তিনি মারা যান।

সেলিম আল দীনের হাত ধরেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠা। দিবসটি উদযাপনে আজ দিনব্যাপী নানা অনুষ্ঠান আয়োজন করেছে জাবির বিভাগটি।

জাবিতে সেলিম আল দীন জন্মজয়ন্তী উদযাপন কমিটির বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলাভবন প্রাঙ্গণে নাটকের গান পরিবেশনার মধ্য দিয়ে উৎসব শুরু হবে। সেলিম আল দীনের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ, শোভাযাত্রা, সেমিনার এবং চলচ্চিত্র ও তথ্যচিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হবে।

এমএম//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি