ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

পারভেজ হত্যা: সেই দুই তরুণীর একজন গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪১, ৯ মে ২০২৫

Ekushey Television Ltd.

রাজধানী বনানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলায় নাম আসা দুই নারী শিক্ষার্থীর একজন ফারিয়া হক টিনাকে গ্রেফতার করা হয়েছে।

আজ শুক্রবার  (৯ মে)ভোরের দিকে রাজধানীর নদ্দা এলাকা থেকেতাঁকে গ্রেপ্তার করা হয়।  এই তথ্য নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার।
 
আটক ফারিয়া ইউনিভার্সিটি অব স্কলার্সের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী। এ নিয়ে এ হত্যা মামলায় মোট ছয়জন গ্রেপ্তার হলেন।
 
গত ১৯ এপ্রিল বিকেলে ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রীকে নিয়ে হাসাহাসিকে কেন্দ্র করে প্রাইম এশিয়ার ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে পারভেজের বাগবিতণ্ডা হয়। সন্ধ্যায় ক্যাম্পাস থেকে বের হওয়ার সময় পারভেজকে ঘিরে ধরে ৩০ থেকে ৪০ জন। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
এ ঘটনায় ওইদিন রাতে নিহত পারভেজের মামাতো ভাই হুমায়ুন কবীর বাদী হয়ে বনানী থানায় হত্যা মামলা করেন। মামলায় প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী ও বহিরাগতসহ আট জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাত আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি