ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

নাফটা চুক্তি নিয়ে পুনরালোচনায় ট্রাম্পের আগ্রহ

প্রকাশিত : ১০:৩৩, ২৩ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১০:৩৪, ২৩ জানুয়ারি ২০১৭

নাফটা চুক্তি নিয়ে পুনরালোচনার আগ্রহ প্রকাশ করেছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে তিনি কানাডা ও মেক্সিকোর সরকার প্রধানদের সাথে কথা বলবেন বলে জানানো হয়। ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান হ্রাস, ম্যানুফ্যাকচারিং খাত ও অর্থনৈতিক পতনের জন্য ১৯৯৪ সালে স্বাক্ষরিত নাফটা দায়ী। চুক্তির বাকি দুই অংশীদার যদি মার্কিন কর্মীদের ন্যায্য অধিকার প্রদান সংশ্লিষ্ট এ পুনরালোচনা প্রত্যাখ্যান করে, তবে চুক্তিই প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র। তাছাড়া যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে শুল্ক বাড়ানোর বিষয়েও বলেন তিনি। নির্বাচনী প্রচারণার সময় ২৩ বছর মেয়াদী এ চুক্তির সমালোচনা করেন ট্রাম্প।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি