ঢাকা, শনিবার   ০৪ মে ২০২৪

নারায়ণগঞ্জের বহুল আলোচিত ৭ খুন মামলার রায় আগামীকাল

প্রকাশিত : ১৩:৪৯, ১৫ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৩:৪৯, ১৫ জানুয়ারি ২০১৭

নারায়ণগঞ্জের বহুল আলোচিত ৭ খুন মামলার রায় কাল। হত্যাকান্ডের প্রায় ৩ বছর পর এই হত্যা মামলার রায় হতে যাচ্ছে। হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি চান নিহতদের পরিবারের সদস্যরা। আদালত ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে বলে আশা করছেন বাদী পক্ষের আইনজীবী। ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে সিটি করপোরেশনের তৎকালীন প্যানেল মেয়র নজরুল ইসলাম ও এ্যাডভোকেট চন্দন সরকারসহ ৭ জনকে অপহরন করা হয়। এর ৩ দিন পর বন্দরের শান্তির চর এলাকায় শীতলক্ষ্যা নদীতে পাওয়া যায় অপহৃত ৭ জনের লাশ। এ ঘটনায় হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে র‌্যাবের সাবেক ৩ কর্মকর্তা ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নুর হোসেনসহ কয়েকজনকে আসামী করে আদালতে পৃথক দুটি মামলা হয়। এর প্রায় ১ বছর পর তদন্ত শেষে নূর হোসেনকে প্রধান আসামী করে র‌্যাবের সাবেক ৩ কর্মকর্তা বহিস্কৃত কর্নেল তারেক সাইদ, আরিফ হোসেন ও এম এম রানাসহ ৩৫ জনকে আসামী করে অভিযোগপত্র দেয় পুলিশ। হত্যাকান্ডের পর পরই ভারতে পালিয়ে যাওয়া নূর হোসেনকে ১৭ মাস পর দেশে ফিরিয়ে আনা হয়। ৭ খুন মামলার মূল বিচার কাজ শুরু হয় ২০১৬ সালের ৮ই ফেব্র“য়ারী নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে। টানা ৮ মাসের বিচারকার্যে ১০৬ জনের স্বাক্ষ্য, ২১ আসামীর স্বীকারোক্তী ও ৬০ জন প্রত্যক্ষদর্শীর জবানবন্দী শেষে ১৬ই জুন রায়ের দিন ধার্য করেন বিচারক। রায়ের অপেক্ষায় দিন গুনছে চাঞ্চল্যকর এই হত্যাকান্ডে নিহতদের স্বজনরা। আসামীদের সর্বোচ্চ শাস্তি আশা করছেন নিহতদের পরিবারের সদস্যরা। সাত খুনের ঘটনায় গ্রেফতার হওয়া ২৬ জনের মধ্যে র‌্যাবের ১৩ সদস্য ও নূর হোসেনের দুই সহযোগীসহ ১৫ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি