ঢাকা, বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪

নারীদের হার্ট অ্যাটাকের ৭টি লক্ষণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৮, ২৭ নভেম্বর ২০১৭

সাধারণত নারীদের হার্ট অ্যাটাকের লক্ষণগুলো পুরুষদের সঙ্গে সব সময় মেলে না। গর্ভধারণ, মাসিকজনিত সমস্যা, মানসিক চাপ, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, উচ্চ রক্তচাপসহ নানা কারণে নারীদের হার্ট অ্যাটাক হতে পারে।

জেনে নিন নারীদের হার্ট অ্যাটাকের ৭টি লক্ষণ

১. বিষন্নতা : বিশেষজ্ঞরা বলেন, হার্ট অ্যাটাকের পর অন্তত ৭০ শতাংশ নারী অভিযোগ করেন, যে মাসে হার্ট অ্যাটাক হয়েছিল, সে মাসে একটু বেশিই বিষন্নতায় ভুগেছিলেন। গর্ভধারণ ও মাসিকজনিত কারণে বিষন্নতাজনিত সমস্যায় পড়েছিলেন। তাই এ বিষয়ে আগে থেকেই সচেতন থাকতে হবে।

২. ঘুমের অসুবিধা : হার্ট অ্যাটাকের মাসখানেক আগে থেকেই কম ঘুমের সমস্যা হতে থাকে। তাই ঘুমের সমস্যা হলে সঙ্গে সঙ্গেই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

৩. উদ্বেগ মানসিক চাপ : উদ্বেগ ও মানসিক চাপ হার্ট অ্যাটাকের জন্য একটি ঝুঁকির কারণ। গবেষণায় বলা হয়, অনেক নারীই হার্ট অ্যাটাকের আগে ভীষণভাবে মানসিক চাপের ভেতর সময় পার করেন। তাই উদ্বেগ থাকলে একে সামলানোর চেষ্টা করুন।

৪. হজমে সমস্যা এবং বমি বমি ভাব : হার্ট অ্যাটাকের আগের সময়টায় সাধারণত পাকস্থলীতে ব্যথা, ইনটেসটাইনাল ক্রাম্প, বমি বমি ভাব এবং হজমে সমস্যা হতে দেখা যায়। তাই এ ধরনের বিষয় এড়িয়ে না গিয়ে চিকিৎসকের পরামর্শ নিন।

৫. শ্বাস-প্রশ্বাস দীর্ঘ হয়ে আসা : ফুসফুসে রক্ত সঞ্চালন ঠিকমতো না হলে এটি পর্যাপ্ত পরিমাণ বাতাস গ্রহণ করতে পারে না। এতে শ্বাস নিতে কষ্ট হয়। কাজকর্ম করার সময় বা সিঁড়ি দিয়ে উঠতে গেলে ভালোভাবে শ্বাস নিতে সমস্যা হয়। হার্ট অ্যাটাকের একটি অন্যতম কারণ এটি। এ রকম হলে আগে থেকেই চিকিৎসকের পরামর্শ নিন।

৬. ঠান্ডা ফ্লু হওয়া : অনেকেরই হার্ট অ্যাটাকের আগে ঠান্ডা ও ফ্লু হয়ে থাকে। এ ছাড়া ঘর্মাক্ত ত্বক বা মাথা ঘোরানোর সমস্যা হতে পারে। এসব সমস্যা সহজে সারতে চায় না। হার্ট অ্যাটাকের আগে এ রকম লক্ষণ দেখা যায়।

৭. চোয়াল, কান, ঘাড় কাঁধে ব্যথা ছড়ানো : অনেক নারীই বলেন, হার্ট অ্যাটাক হলে বুকের বাঁ পাশ ব্যথা শুরু হয়ে চোয়াল, কান, ঘাড় ও কাঁধের দিকে ছড়িয়ে পড়তে থাকে। এ সময় পেশিতে টানটান ভাব অনুভূত হয়। এসব সমস্যায় চিকিৎসকের পরামর্শ নিতে হবে। টাইমস অব ইন্ডিয়া।

 

/ডিডি/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি