ঢাকা, বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪

নিউমোনিয়া-টাইফয়েডের উপশম করে সিনকোনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৬, ২০ ফেব্রুয়ারি ২০১৮

সিনকোনার ঔষুধী ব্যবহার অনন্য। এটি বেশ কয়েকটি জটিল রোগের মহৌষধ। সিনকোনার ঔষুধী ব্যবহার সম্পর্কে নিচে দেওয়া হলো-

১) সিনকোনার ছাল থেকে প্রধানত Quinine, Sulphate of Cinchonidine এবং C. Febrifuge তেরি হয়;

২) কুইনাইন অবিরাম জ্বরে ও ম্যালেরিয়া জ্বরে অব্যর্থ মহৌষধ;

৩) এটি Typhoid,Typhus বসন্ত, প্রবল ও বক্ষ প্রদাহ রোগের প্রতিষেধক ও নিবারক;

৪) এটি ঘুংড়ি , সর্দি, নিউমোনিয়া প্রভৃতি রোগের জন্য উপকারী। কুইনাইন ‍Sulphuric Acid যোগে সেবন করলে শিগগিরই ফল পাওয়া যায় এবং কলম্বা প্রভৃতি তিক্ত ঔষধের সঙ্গে ব্যবহার্য;

৫) কোন কোন কুইনাইন সেবন অপেক্ষা ইহার Injection নিলে ভালো ফল পাওয়া যায়;

পরিচিতি : সিনকোনা গাছ সাধারণত ৭-১০ মিটার উচু হয়। গাছের কান্ড গোলাকার ও লম্বা , গাছের অগ্রভাগ পত্রময়। ছাল ধূসরবর্ণ,শ্বেত ও কৃষ্ঞবর্ণ,ফল লম্বাকৃতি, লাল ও ধূসরবর্ণ। ফল পাতলা ও চ্যাপ্টা আকারের বীজ বাতাসে উড়ে যায়।

সূত্র : বাংলাদেশের প্রয়োজনীয় গাছ-গাছড়া

লেখক : ড. তপন কুমার দে

/ এআর /

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি