ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪

নিজ নাগরিকদের ফেরত নিতে বৃটেনের আরও ৫টি ফ্লাইট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৩, ২৬ এপ্রিল ২০২০ | আপডেট: ১৫:৩৪, ২৬ এপ্রিল ২০২০

ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইটে নিজ নাগরিকদের ফিরিয়ে নিবে যুক্তরাজ্য- সংগৃহীত

ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইটে নিজ নাগরিকদের ফিরিয়ে নিবে যুক্তরাজ্য- সংগৃহীত

বাংলাদেশ থেকে নিজ নাগরিকদের ফেরত নিতে আরও ৫টি ফ্লাইটের ব্যবস্থা করেছে যুক্তরাজ্য। বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণের প্রেক্ষিতে প্রথম দফায় চারটি ফ্লাইটে সাড়ে আটশ যুক্তরাজ্যের নাগরিকের দেশে ফেরার ব্যবস্থা করেছে ঢাকায় দেশটির হাইকমিশন। আজ  রোববার সকালে ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট ডিকসন ফেইসবুক পাতায় এক ভিডিও বার্তায় বিষয়টি জানানো হয়। 

দেশটির পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইট এবং ঢাকায় যুক্তরাজ্য হাইকমিশনের ফেইসবুক পাতা সূত্রে জানা যায়, প্রথম দফায় চারটি ফ্লাইটের পর এবার আরও পাঁচটি ফ্লাইট যুক্তরাজ্যের নাগরিকদের ঢাকা থেকে লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে। ওই পাঁচটি ফ্লাইট এপ্রিলের ২৯ এবং মে মাসের ১, ৩, ৫ ও ৭ তারিখ ঢাকা ছেড়ে যাবে। এর মধ্যে ৩ মের ফ্লাইটটি যুক্তরাজ্যের নাগরিকদের সরাসরি ঢাকা থেকে লন্ডনে নিয়ে যাবে। বাকী চারটি ফ্লাইট সিলেটে অবস্থানরত যুক্তরাজ্যের নাগরিকদের ঢাকা হয়ে লন্ডন নিয়ে যাবে।

এমএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি