নিজস্ব অর্থায়নেই এগিয়ে চলছে পদ্মা সেতুর নির্মাণ কাজ
প্রকাশিত : ১০:৩৭, ২৪ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১০:৩৭, ২৪ জানুয়ারি ২০১৭
নিজস্ব অর্থায়নেই এগিয়ে চলছে বিশ্বের অন্যতম মেগা প্রকল্প, পদ্মা সেতুর নির্মাণ কাজ। এরইমধ্যে, ১২ হাজার কোটি টাকার উপরে ব্যয় হয়েছে। সমালোচকরা বলছিলো অর্থনীতি নাজুক অবস্থায় পড়বে। তবে প্রয়োজনীয় অর্থের যোগান দিয়ে অর্থনীতিকে সামলানোর সফলতা এখন সরকারের ঝুলিতে। এই অভিজ্ঞতা ভবিষ্যতের, পথ চলায় অনুপ্রেরণা হবে বলেই, মনে করেন বিশ্লেষকরা।
একে একে, প্রতিমাসই দৃশ্যমান হচ্ছে, স্বপ্নের পদ্মা সেতুর নানান কাঠামো। এখন, আর কোন অবিশ্বাস বা কল্পনা নয়; পদ্মা সেতু এক বাস্তবতার নাম।
প্রকল্প বাস্তবায়নের সক্ষমতা নিয়ে সামলোচকদের নানা প্রশ্ন থাকলেও সব হিসেব নিকেষ পাল্টে যাচ্ছে, বিশ্বের অন্যতম মেগা প্রকল্প এগিয়ে নেয়ার মধ্য দিয়েই।
দেশের অথর্নীতি চাপে পড়ার আশংকা কেটে গেছে। ব্যায়ের চাপ বেশ ভালো ভাবেই সামাল দিয়ে যাচ্ছে সরকার। এমনটাই জানালেন পরিকল্পনা মন্ত্রী।
অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, দেশের উন্নয়নে; রিজার্ভের অলস অর্থ-ই কাজে লাগছে; বিরূপ প্রভাবও কোন ভাবে দৃশ্যমান হয়নি। এই অবস্থাতে, সমস্যার কোন কারণ নেই বলেই, মত এই অর্থনীতিবিদের।
আর, অর্থের যোগানের পাশাপাশি নির্মান যজ্ঞের সক্ষমতায়ও, দেশ অনেকটা এগুলো বলেই মত, কারো কারো।
তবে, প্রকল্পটির সুফল জনগনকে এনে দিতে, এর বাস্তবায়নে সময় ক্ষেপন না করার পরামর্শ এই গবেষকের।
ভবিষ্যতে কোন উন্নয়ন সহযোগী বড় প্রকল্পের সাথে যুক্ত হতে চাইলে, বাংলাদেশ সরকারের গাইড লাইন, যাতে মেনে চলে তা আগেই নিশ্চিত করারও তাগিদ দেন তিনি।
আরও পড়ুন