ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

নিম্ন আদালতের বিচারকদের কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫৬, ২ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

রাজধানীসহ দেশব্যাপী নিম্ন ও বিচারিক আদালতে কর্মরত বিচারকদের কর্মস্থল ত্যাগ না করার নির্দেশনা দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের অধঃতন আদালতের বিচারকদের যথাযথ কতৃর্পক্ষের পূর্ব অনুমোদন না নিয়ে কর্মস্থল ত্যাগ না করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।

প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. মো. জাকির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তিটি সুপ্রিম কোর্টর ওয়েবসাইটেও প্রকাশ করা হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, অত্র কোর্টের গোচরীভূত হয়েছে যে, পূর্বানোমতি ব্যতিত অধস্তন আদালতের অনেক বিচারক বর্ণিত নির্দেশনা প্রতিপালন না করে কর্মস্থল ত্যাগ করেন। সপ্তাহের শেষ কর্মদিবসে সময়ের পূর্বেই কর্মস্থল ত্যাগ করেন। এর ফলে বিচারপ্রার্থী জনগণ ন্যায়বিচার প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছেন, অপরদিকে বিচার প্রশাসনের কাজের ধারাবাহিকতার ব্যত্যয়সহ বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। বিচার প্রশাসনে এরূপ অবস্থা সম্পূর্ণ অপ্রত্যাশিত, অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অধস্তন আদালতে কর্মরত জেলা ও দায়রা জজ, জেলা জজ সমপর্যায়ের কর্মকর্তাগণ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা ও দায়রা জজগণকে সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে অবহিতকরণ ব্যতিরেকে কর্মস্থল ত্যাগ না করার জন্য নির্দেশ প্রদান করা হলো। উক্ত নির্দেশ অমান্য করলে তা অসদাচরণ হিসেবে গণ্য হবে। এ বিজ্ঞপ্তি ইতোপূর্বে জারিকৃত এ সংক্রান্ত অন্যান্য বিজ্ঞপ্তির এর পরিপূরক হিসেবে গণ্য হবে।

তবে এ বিষয়ে সুপ্রীম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. মো. জাকির হোসেন আনুষ্ঠানিকভাবে এখনও গণমাধ্যমকে কিছু বলেননি।

//এস এইচ এস// এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি