ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে সংশয় প্রকাশ করেছে বিএনপি

প্রকাশিত : ১৫:৪৫, ২৮ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৫:৪৫, ২৮ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

রাষ্ট্রপতির গঠিত সার্চ কমিটি সরকারের পছন্দ বলে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে সংশয় প্রকাশ করেছে বিএনপি। দলটি আশা করছে, কমিশন গঠনে সার্চ কমিটি এমন ব্যক্তিদের নাম সুপারিশ করবে, যারা কোন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নয়। একইসঙ্গে, চলমান সংকট নিরসনে নির্বাচনকালীন সরকার নিয়ে রাজনৈতিক সংলাপের আশা করছে দলটি। শনিবার সকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কমিটি। পরে নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি নিয়ে কথা বলেন দলের মহাসচিব। এদিকে, জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, দেশে রাজনৈতিক সংকট চলছে। নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি রাজনীতিমুক্ত ও নিরপেক্ষ ব্যক্তিদের সুপারিশ করবে, এমন আশাও প্রকাশ করেন তিনি। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার রাজনৈতিক সংকট সমাধানে সহায়ক হবে বলেও মনে করেন বিএনপির এই নেতা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি