ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

নিরাপদ সড়ক আন্দোলনের ৪২ শিক্ষার্থীর জামিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৮, ১৯ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

রাজধানীতে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নামা কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া আরও ১৭ শিক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত।

আজ রোববার বিভিন্ন সময় রাজধানীর ৯টি থানার ১২ মামলায় গ্রেফতার হওয়া মোট ৪২ শিক্ষার্থীকে  ঢাকা মহানগরের ভিন্ন ভিন্ন হাকিম আদালতের বিচারক তাদেরকে জামিন দেন।

এর আগে আজ দিনের  শুরুতে বাড্ডা ও ভাটারা থানায় দায়ের করা পৃথক দুটি মামলায় ১৬ শিক্ষার্থীর জামিন মঞ্জুর করেন আদালত।

এ নিয়ে বাড্ডা থানায় জামিন পায় ১২ জন, ভাটারা থানায় ছয়জন,  ধানমন্ডি থানায় ৯ জন, উত্তরা পশ্চিম থানায় তিনজন, কোতোয়ালি থানায় তিনজন, নিউমার্কেট থানায় তিনজন, রমনা থানায় তিনজন, শাহবাগ থানায় দুজন, রমনা থানায় তিনজন এবং পল্টন থানায় একজন।

তবে এর মধ্যে বাড্ডা ও ভাটারা থানার ২২ শিক্ষার্থীর মধ্যে ১৮ জন জামিন হলেও আরও চারজন কারাগারে আছেন। এছাড়া আরও বিভিন্ন থানায় কিছু শিক্ষার্থীরা আটক আছে বলেও জানা গেছে।

 

এমএইচ/এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি