ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

নির্দেশনা না মানায় গাজীপুরে বাড়ছে সংক্রমণ

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৪:৩৪, ১৭ মে ২০২০

গাজীপুরে অসচেতনতা ও সামাজিক দূরত্বের নিয়ম নীতি না মানায় বাড়ছে সংক্রমণের হার। বিশেষ করে হাটবাজার ও অলিগলিতে মানুষের উপচে পড়া ভিড় এই আশঙ্কাকে বহুগুণে বাড়িয়েছে বলে মনে করছেন সাধারণ মানুষ। 

এছাড়া প্রশাসনের তদারকির অভাব ও আন্তজেলা যোগাযোগ বেড়ে যাওয়ায় মানুষের অবাধ চলাচল রয়েছে সড়ক মহাসড়কে।   
লকডাউন শিথিল হওয়ায় চান্দনা চৌরাস্তা, মালেকের বাড়ি, চেরাগআলী, টঙ্গী বাজার, সালনা, মাস্টারবাড়ি, কোনাবাড়িসহ শ্রমিক অধ্যুষিত এলাকায় সাধারণ মানুষ মানছেন না স্বাস্থ্যবিধি। 

এসব এলাকায় বাজার ও অলিগলিতে কেউই মানছেন না সরকারি নির্দেশনা। বালাই নেই শারীরিক দূরত্ব মানার প্রবণতা। ইতোমধ্যে এই জেলা করনোর হটস্পট হিসেবে পরিচিতি পেয়েছে। 

জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, সর্বশেষ প্রাপ্ত নমুনা পরীক্ষার ফলাফলে জেলায় ৫৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। 

এআই//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি