ঢাকা, বৃহস্পতিবার   ০২ মে ২০২৪

নির্বাচন নিয়ে বিশৃংখলা হলে বিএনপি-জামায়াতকে ছাড় নয়: নাসিম

প্রকাশিত : ১৯:৫৮, ৫ নভেম্বর ২০১৮

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, চার দলীয় জোট সরকারের পিছিয়ে পড়া দেশকে গত ১০ বছরে উন্নয়নের শিকড়ে পৌছে দিয়েছে আওয়ামী লীগ সরকার।

জনগণ জ্বালাও পোড়াও দেখতে চায় না। আওয়ামী লীগ জনগণের সেবা করে রামকৃষ্ণ মিশন চালায় না। আগামী সংসদ নির্বাচন হবে সংবিধান অনুযায়ী নিরপেক্ষ নির্বাচন।এতে কোন রকম বিশৃংখলা হলে বিএনপি-জামায়াত কাউকে ছাড় দেওয়া হবে না।

সোমবার বিকেলে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ আয়োজিত ‘মুক্তির সোপানে নির্বাচনী’ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপিকে উদ্দেশ্যে বলেন, গত নির্বাচনে আপনারা আসেননি আমার খালি মাঠে গোল দিয়েছি।এখন আর খালি মাঠে গোল দিতে চাই না।নির্বাচনে আসুন খেলা হবে ভোটের মাঠে।

তিনি বলেন, ড. কামাল হোসেন হোসেন নিজেই সংবিধান প্রণয়ন করেছেন।এখন তিনিই সংবিধানের বিরুদ্ধাচারণ করছেন।নির্বাচন সংবিধান অনুযায়ী হবে এবং শেখ হাসিনার অধীনেই হবে এর কোন ব্যাত্তয় ঘটবে না।

জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাবিবে মিল্লাত এমপি, সাংসদ হাসিবুর রহমান স্বপন, তানভীর ইমাম, গাজী আমজাদ হোসেন মিলন প্রমুখ।

কেআই/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি