ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

‘নির্বাচন নিয়ে মাহবুব তালুকদারের প্রস্তাব অযৌক্তিক’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৫, ১৭ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৮:৩৮, ১৭ অক্টোবর ২০১৮

নির্বাচন কমিশনার কবিতা খানম বলেছেন, নির্বাচনের আগে সরকারের সঙ্গে সংলাপে বসার বিষয়টি ইসির এজেন্ডায় আসার মতো প্রস্তাব নয়। তাই নির্বাচনের সময় জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্বাচন কমিশনের (ইসি) অধীনে নিয়ে আসা, নির্বাচনে সেনা মোতায়েন ও নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসার বিষয়ে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের দেওয়া প্রস্তাব গ্রহণযোগ্য নয়।

আজ বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।

কবিতা খানম বলেন, নির্বাচনের সময় জনপ্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইসি অধীনে নিয়ে আসার প্রস্তাব সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।

প্রসঙ্গত, নির্বাচন কমিশনের অন্য কমিশনারদের সঙ্গে মতের মিল না হওয়ায় গত সোমবার কমিশনের ৩৬তম সভা বর্জন করেন মাহবুব তালুকদার।

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি