ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন করতে হবে : ফখরুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৫, ৬ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার গঠন করতে হবে। তিনি আরও বলেন,আমরা সংলাপে বিশ্বাস করি। আলোচনার মধ্যে সমাধান বের করে আনতে হবে। আমাদের নেতাকর্মীকে গ্রেফতার করা হচ্ছে। আজও গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভায় এ কথা বলেন তিনি।

আগে বক্তব্য রাখেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন। একই অনুষ্ঠানে জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ঐক্য গঠন করার পর সিলেট-চট্টগ্রাম গিয়েছিলাম, সব জায়গায় মানুষ এখানকার মতো বলেছে- নিরপেক্ষ নির্বাচন চাই, আমরা ভোট দিতে চাই।
এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি