ঢাকা, শনিবার   ০৪ মে ২০২৪

নির্বাচনী ইশতেহার ঘোষণা করছেন শেখ হাসিনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৭, ২৭ ডিসেম্বর ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী ইশতেহার ঘোষণা করছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বিশেষ অগ্রাধিকার দেয়া হচ্ছে- স্মার্ট বাংলাদেশ গড়া, আর্থিক খাতে দক্ষতা বৃদ্ধিসহ ১১টি বিষয়ে। 

বুধবার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে এই ইশতেহার ঘোষণার আনুষ্ঠানিকতা শুরু হয়। জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সূত্রপাত হয়।

এসময় গেল ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরেন সভাপতি শেখ হাসিনা। তিনি বলেন, ‘আজকের বাংলাদেশ হলো বদলে যাওয়া বাংলাদেশ।’

এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও ইশতেহার প্রণয়ন কমিটির আহ্বায়ক ড. আব্দুর রাজ্জাক বক্তব্য রাখেন।

দলের সিনিয়র নেতারা, কূটনৈতিক কোরের প্রতিনিধি এবং সমাজের বিশিষ্টজনেরা উপস্থিত রয়েছেন।

এবার দলের নির্বাচনী ইশতেহারে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে ১১টি বিষয়কে। এরমধ্যে রয়েছে- দ্রব্যমূল্য সবার ক্রয় ক্ষমতার মধ্যে রাখা, কর্মোপযোগী শিক্ষা ও যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করা, প্রযুক্তি নির্ভর স্মার্ট বাংলাদেশ গড়া, সমন্বিত কৃষি ব্যবস্থা ও যান্ত্রিকীকরণ, আর্থিক খাতে দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি, নিম্ন আয়ের মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করাসহ সন্ত্রাস-জঙ্গিবাদ রোধে ব্যবস্থা নেয়া। 

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি