ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

নির্বাচনী ইশতেহার প্রস্তুত করছে বিএনপি: আমীর খসরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৬, ১৯ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৩:১১, ১৯ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী ইশতেহার প্রস্তুত করছে বিএনপি। খুব শিগগিরই সেটি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আজ সোমবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

খসরু মাহমুদ চৌধুরী বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইশতেহার প্রস্তুত করছে বিএনপি। যার মূল বিষয়বস্তু হবে দুর্নীতিমুক্ত উন্নয়ন। তাতে থাকবে শিক্ষা স্বাস্থ্য ও কর্মসংস্থানের নিশ্চয়তা। মানুষের অধিকার প্রতিষ্ঠাকে গুরুত্ব নিয়েই নির্বাচনী ইশতেহার তৈরির কাজ চলছে অবিরেই ঘোষণা করবে বলেও জানন তিনি।

এসময় তিনি বলেন, নির্বাচনের জন্য এখনও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারেনি নির্বাচন কমিশন।

 টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি