ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

নির্বাচনী প্রচারণায় কুমিল্লায় ঐক্যফ্রন্টের নেতারা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৩, ১৯ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১৩:৫৮, ১৯ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা নির্বাচনী প্রচারণায় কুমিল্লার পথে রওনা দিয়েছেন। আজ বুধবার সকাল ১০টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় থেকে রওনা দেন তারা।
ঐক্যফ্রন্টের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঐক্যফ্রন্ট ঢাকা থেকে কাঁচপুর হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দিকে যাবে। কুমিল্লার চান্দিনার দিকে ঐক্যফ্রন্টের প্রথম সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়া কুমিল্লা শহরেও নির্বাচনী সভা অনুষ্ঠিত হবে ঐক্যফ্রন্টের। সন্ধ্যায় ঢাকা ফিরবেন তারা।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি