ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

নির্বাচনে আওয়ামী লীগ জনগণের উপর আস্থা রাখছে: নাসিম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১৭, ৮ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোটে জয়ী হবে। তার কারণ আওয়ামী লীগ দেশ ও জনগণের উন্নয়নের জন্যে কাজ করেছে। আর তাই জনগণের আস্থা রাখার মতো কাজ করেছে।

শনিবার দুপুরে কাজিপুরের পরানপুরে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, গত পাঁচ বছরে কাজিপুরের স্কুল-কলেজ, রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, পর্যটনকেন্দ্র, নদী শাসনের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পে পাঁচ হাজার কোটি টাকার উন্নয়ন করেছি। আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আপনারা উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সহায়তা করুন।

সোনামুখী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আজগর আলী মণ্ডলের সভাপতি অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, সোনামুখী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মাস্টার, সোনামুখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী প্রমূখ।

কেআই// আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি