ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

নির্বাচনে নেতাকর্মীদের যে নির্দেশনা দিলো বিএনপি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩০, ২৯ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

একাদশ জাতীয় নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল রোববার। এই নির্বাচনকে কেন্দ্র করে দলের নেতাকর্মীদের ১০টি নির্দেশনা দিয়েছে বিএনপি।

আজ শনিবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব নির্দেশনা দেন।

নির্দেশনাগুলো হচ্ছে:

# সব হুমকি-ধমকি ও ভয়ভীতি উপেক্ষা করে দলে দলে ভোটকেন্দ্রে যাবেন।

# ফল না নিয়ে ভোটকেন্দ্র ত্যাগ না করবেন না।

# ভোটকেন্দ্র পাহারা দেয়ার মাধ্যমে জনগণের ভোটাধিকার রক্ষা করবেন।

# শনিবার বিকাল থেকেই পালাক্রমে ভোটকেন্দ্র পাহারা দেবেন।

# ফজরের নামাজ পড়েই ভোটের লাইনে দাঁড়াবেন।

# ভোট শুরুর আগে ব্যালট বাক্স পরীক্ষা করবেন।

# ভোট দিয়ে কেন্দ্রের আশপাশে থাকবেন।

# ভোটগ্রহণ শেষে ভোট গণনা করে কে কত ভোট পেল তা নিশ্চিত না হয়ে সাদা কাগজে সই করবেন না।

# কোনো অবস্থাতেই প্রিসাইডিং অফিসারের সই ছাড়া সই করবেন না।

# ফল নিয়ে প্রিসাইডিং অফিসারের সঙ্গে রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে যাবেন।

টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি