ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

নির্বাচনে প্রাণহানীর সংখ্যা বাড়লেও অবৈধ ভোট কমেছে: রকিবউদ্দিন আহমেদ

প্রকাশিত : ১৯:০৩, ২৮ মে ২০১৬ | আপডেট: ১৯:০৩, ২৮ মে ২০১৬

Ekushey Television Ltd.

পঞ্চম ধাপের নির্বাচনে প্রাণহানীর সংখ্যা বাড়লেও অবৈধ ভোট কমেছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার রকিবউদ্দিন আহমেদ। নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সিইসি আরো বলেন, যেখান থেকেই অনিয়মের অভিযোগ এসেছে সেখানেই ব্যবস্থা নেয়া হয়েছে। ৫৩টি ভোট কেন্দ্র বন্ধ করে দেয়া হয়েছে জানিয়ে বিএনপি নেতাদের অভিযোগের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, রাজনৈতিক নেতারা বিভিন্ন অভিযোগ করতেই পারেন। সহিংসতাকারী যে দলেরই হোক না কেন প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেয়ারও নির্দেশ দেন প্রধান নির্বাচন কমিশনার।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি