ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

নির্বাচনে যাবো ব্যালট যুদ্ধ করবো: মির্জা ফখরুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৪, ২২ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিবে বিএনপি ও ঐক্যফ্রন্ট জানিয়েছেন দলটির মহা সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচনে যাবো ব্যালট যুদ্ধ করবো, জনগণ ভোট বিপ্লবের জন্য প্রস্তুত রয়েছে।

আজ বৃহস্পতিবার রাজধানীর একটি অনুষ্ঠানের সংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। মির্জা ফখরুল বলেন, দেউলিয়া আওয়ামী লীগের ক্ষমতা ফিরে আসতে সব অপকৌশন করছে। ইভিএম তারই অংশ।

তিনি বলেন, এই সরকার গণতান্ত্রিক স্পেসগুলো বন্ধ করে দিয়েছে। ফলে একটি গণতান্ত্রিক দল হিসেবে বিএনপিকে কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হচ্ছে। জটিল এক রাজনৈতিক পরিস্থিতি এখন। কিন্তু আমরা তো যুদ্ধ করব না। যুদ্ধ করতে চাই না। তাদের মতো গণতন্ত্রের রাস্তা বন্ধ করতে চাই না।

আমরা চাই গণতন্ত্র ফেরাতে। চাই গণতান্ত্রিক পদ্ধতিতে একটি শান্তিপূর্ণ নিরপেক্ষ জাতীয় নির্বাচন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি