ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

নোয়াখালী হাসপাতাল কর্মচারিদের অবস্থান ধর্মঘট

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১০, ৮ মে ২০২১

নোয়াখালীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চুক্তিভিত্তিক নিয়োগকৃত কর্মচারীরা বেতন ভাতার দাবিতে অবস্থান ধর্মঘট করেছে। গত ১২-১৩ মাস ধরে তাদের বেতন বন্ধ রয়েছে। যার কারণে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন তারা।

শনিবার (৮ মে) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত হাসপাতালের সামনে তারা অবস্থান করে।

আন্দোলনকারীরা জানান, ঠিকাদারের অধীনে হাসপাতালে ২০ জন কর্মরত থাকার কথা থাকলেও চাকরি করছে ৭০ জনের বেশি। ফলে তারা নির্দিষ্ট ১৬ হাজার ১৩০ টাকা বেতন পাওয়ার কথা থাকলেও বেতন পাচ্ছে ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকা। তাও গত ১২-১৩ মাস পর্যন্ত বন্ধ রয়েছে। 

যার কারণে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন তারা। বাধ্য হয়ে তারা কর্মবিরতি দিয়ে অবস্থান করেছে। পরে দ্রুত বেতন-ভাতাদি দেয়ার প্রতিশ্রুতি দিলে তারা আপাতত আন্দোলন স্থগিত করেন। 

এ বিষয়ে ঠিকাদার আল মাহমুদ হোসেন রোমেল জানান, হাসপাতাল কর্তৃপক্ষ দীর্ঘদিন পর্যন্ত বেতন না দেওয়ায় তিনি কর্মচারিদের টাকা দিতে পারেননি। তবে ঈদের পর পরই বকেয়া বেতন সম্পূর্ণ দেয়া হবে বলে জানান তিনি।
এএইচ/ এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি