ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

নোয়াখালীতে ২৭টি দেশীয় অস্ত্রসহ দুই যুবক আটক

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৯, ৩০ মে ২০২০

অস্ত্রসহ আটককৃত দুই যুবক। ছবি: একুশে টেলিভিশন

অস্ত্রসহ আটককৃত দুই যুবক। ছবি: একুশে টেলিভিশন

নোয়াখালী সোনাইমুড়ী উপজেলার ২নং নদোনা ইউনিয়ন থেকে ২৭টি দেশীয় অস্ত্রসহ দুই যুবককে আটক করেছে স্থানীয় থানা পুলিশ। 

শুক্রবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ২নং নদোনা ইউনিয়েন উত্তর শাকতলা গ্রাম থেকে ২৭টি দেশীয় অস্ত্রসহ একাধিক মামলার আসামী জাবেদ ও মোঃ সাব্বিরকে গ্রেফতার করে পুলিশ। 

এ সময় তাদের স্বীকারোক্তি ও চিহ্নিত করণের পর উত্তর শাকতলা গ্রামের সাব্বিরের রান্নাঘরে একটি চটের বস্তায় মোড়ানো অবস্থায় ৩টি দেশীয় তৈরি বন্দুক (এলজি), ১টি ১২ বোরের কার্তুজ, একটি বন্দুক লোডেড অবস্থায়, ৫টি চাইনিজ কুড়াল, ১টি তলোয়ার, ৯টি কিরিচ, ২টি বড় ছুরি, ৬টি রামদা, ১টি ধামা উদ্ধার করা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, তাদের বিরুদ্ধে ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ইউসুফকে হত্যাচেষ্টা ও পুলিশের গাড়ী ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে।  

সোনাইমুড়ী অফিসার ইনচার্জ আব্দুস সামাদ অস্ত্রসহ দুইজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করি, পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী এসব অস্ত্রগুলো উদ্ধার করতে সক্ষম হই। এ বিষয়ে তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি