ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

নৌকা স্বাধীনতা সংগ্রামের স্বপক্ষের প্রতীক : নাসিম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৩, ২৬ নভেম্বর ২০১৮ | আপডেট: ২২:৩৬, ২৬ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, নৌকা প্রতীক শুধু আমার নয়। বঙ্গবন্ধুসহ স্বাধীনতা সংগ্রামের স্বপক্ষের শক্তিসমূহের প্রতীক। তাই শহীদ এম মসনুর আলীর স্মৃতি বিজরিত জন্মভূমি সিরাজগঞ্জ হতে নৌকা প্রতীকে সর্বোচ্চ ভোট জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেওয়ার দিতে হবে।

আজ সোমবার সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য্য, কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মোজাম্মেল হক বকুল, প্রস্তাবিত মনসুর নগর থানার আহ্বায়ক মিজানুর রহমান দুদুসহ স্থানীয় আওয়ামী লীগ ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

মতবিনিময় শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে কয়েকজন নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মননোয়নপত্র দাখিল করেন তিনি।

কেআই/ এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি