ঢাকা, বৃহস্পতিবার   ১৬ মে ২০২৪

নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৬, ৮ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৬:০৩, ৮ সেপ্টেম্বর ২০১৮

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কৃষিবিদ ইন্সটিটিউশনের জাতীয় কনভেনশন ও আন্তর্জাতিক সেমিনারে তিনি বলেন- জনগণ ভোট না দিলে তাঁর দল ক্ষমতায় আসবে না। কিন্তু বিদেশিদের কাছে যেন আর হাত পাততে না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।

দেশের ৬০ ভাগ মানুষের জীবন-জীবিকা কৃষি নির্ভর। মোট শ্রমশক্তির ৪০ ভাগের বেশি এই খাতের। জিডিপিতে কৃষির অবদান ১৪ দশমিক এক শতাংশ। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ কৃষিপণ্য রপ্তানি করে গত অর্থবছর আয় করেছে তিন হাজার কোটি টাকার বেশি।

এই বাস্তবতায় ৬ষ্ঠ বারের মতো রাজধানীতে কৃষিবিদ ইনস্টিটিউশনের জাতীয় কনভেনশনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বক্তব্যে কৃষিখাতে আওয়ামী লীগ সরকারের অভাবনীয় সাফল্যের কথা তুলে ধরেন তিনি।

ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়তে কৃষিজমির সর্বোচ্চ ব্যবহারের পাশাপাশি গবেষণায় জোর দেয়ার পরামর্শ দেন সরকারপ্রধান।

উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে বর্তমান সরকারের প্রয়োজনীয়তা তুলে ধরেন শেখ হাসিনা।

একশ বছরের ডেল্টা পরিকল্পনায় কৃষি ও প্রাণিসম্পদ গুরুত্ব পাবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি