ঢাকা, শনিবার   ০৪ মে ২০২৪

পণ্য পরিবহন ধর্মঘট প্রত্যাহার

প্রকাশিত : ২১:০৯, ২৪ জানুয়ারি ২০১৭ | আপডেট: ২১:০৯, ২৪ জানুয়ারি ২০১৭

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় পণ্য পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে মালিক শ্রমিক ঐক্য পরিষদ। সচিবালয়ে দুই মন্ত্রীর সাথে বৈঠকে সমঝোতার পর বিকেলে তারা এ ঘোষণা দেন। এরপরই ২১ জেলায় পণ্য পরিবহনে অচলাবস্থার অবসান হয়। জ্বালানী তেলের দাম কমানোসহ ১২ দফা দাবিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চল ২১ জেলায় পন্য পরিবহন ধর্মঘট শুরু হয় সোমবার সকাল থেকে। এতে পণ্য পরিবহনে দেখা দেয় অচলাবস্থা। বেকায়দায় পড়েন কৃষক ও ব্যবসায়ীরা। এমন পরিস্থিতিতে সচিবালয়ে মালিক শ্রমিক ঐক্য পরিষদের সঙ্গে বৈঠক করেন নৌ পরিবহন মন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রী। আলোচনায় সমঝোতার ভিত্তিতে ধর্মঘট তোলে নেন মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতারা। প্রায় সাড়ে তিন ঘন্টা চলমান  বৈঠক শেষে নৌ পরিবহন মন্ত্রী জানান, পন্যবাহী পরিবহনগুলোর ড্রাইভিং লাইসেন্স, ট্যাক্ধসঢ়;্র টোকেন, ফিটনেস এর সমস্যা দ্রুত সমাধান করতে বিআরটিএ চেয়ারম্যানকে নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি সমস্যা সমাধানে মন্ত্রনালয় ও মালিক শ্রমিক ঐক্য পরিষদের সমন্বয়ে করা হয়েছে কমিটি। এর আগে বৈঠক চলাকালেই স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সড়ক-মহাসড়কে চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন তারা। অতিরিক্ত মালামাল নিয়ে কোন পরিবহন চলতে দেয়া হবে না বলেও জানিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি