ঢাকা, রবিবার   ৩১ আগস্ট ২০২৫

পদত্যাগ করলেন খালেদা জিয়াকে সাজা দেওয়া সেই বিচারপতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৫, ৩১ আগস্ট ২০২৫

Ekushey Television Ltd.

বিশেষ জজ আদালতের বিচারপতি মো. আক্তারুজ্জামান পদত্যাগ করেছেন। তিনি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছিলেন। 

রোববার (৩১ আগস্ট) তিনি তার পদত্যাগপত্র জমা দেন।

জানা যায়, অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে হাইকোর্টের ছুটিতে থাকা বিচারপতি মো. আখতারুজ্জামানকে ব্যাখ্যা দিতে তলব করে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। পরে গত ১ জুলাই তিনি সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা প্রদান করেন। 

একই ব্যাখ্যার ওপর ভিত্তি করে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের কাছে আজ রোববার পদত্যাগপত্র জমা দেন তিনি। প্রধান বিচারপতি এরইমধ্যে পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন।

এর আগে গত ২৩ মার্চ বিচারপতি মো. আখতারুজ্জামানের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেন রাষ্ট্রপতি।

গত বছরের ১৬ অক্টোবর দুর্নীতি ও শেখ হাসিনা সরকারের ‘দোসর হিসেবে’ কাজ করার অভিযোগ ওঠায় ১২ জন বিচারপতিকে ছুটিতে পাঠানো হয়। একই সঙ্গে তাদের বেঞ্চ দেয়া স্থগিত করা হয়। এই ১২ জনের মধ্যে ছিলেন বিচারপতি আখতারুজ্জামানও।

উল্লেখ্য, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক হিসেবে ড. মো. আখতারুজ্জামান জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। একই মামলায় তারেক রহমানসহ আরও পাঁচজনকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি