ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

পদ্মাপাড়ে বাড়ছে পর্যটকদের ভিড়

প্রকাশিত : ১৫:০৮, ৩ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৫:০৮, ৩ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

প্রতিদিনই পদ্মাপাড়ে বাড়ছে, পর্যটকদের ভিড়। পদ্মাসেতুর নির্মাণযজ্ঞ এখনও শেষ না হলেও, বেড়েছে পদ্মাপাড়ের পর্যটনগুরুত্ব। তাই, এসব এলাকায় পরিকল্পিত পর্যটন স্পট গড়ে তুলতে এখনই সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন জরুরী বলে মত, পর্যটন বিশেষজ্ঞ ও গবেষকদের। এতে স্থানীয় অধিবাসীদের সম্পৃক্ত করার পরামর্শ দিয়েছেন তারা। প্রমত্ত্বা পদ্মার বুকে স্বপ্নের সেতু’র নির্মাণযজ্ঞ। এখানে, শুধু একটি সেতুরই জন্ম হচ্ছে না; তৈরী হচ্ছে আরো অসংখ্য স্থাপনাও। এরইমধ্যে, চালু হয়েছে সংযোগ ও সার্ভিস সড়ক গুলো। প্রকল্পে, যেসব মানুষের জমি অধিগ্রহন করা হয়েছে, তাদের পূণর্বাসনে আবাসিক এলাকাগুলোও মনোরম ও জমজমাট। পাশাপাশি, দেখা মিলবে সবুজের সমারোহ কিংবা আধুনিক ডিজাইনের বিভিন্ন ভবনের। এই সার্ভিস এরিয়ায় আছে, অসংখ্য কটেজ, জিমনেসিয়াম, বাস্কেটবল কোর্ট, সুইমিংপুল, মসজিদ-সহ নানান পাঁচ তারকা মানের সুবিধা। বলতে গেলে, এরইমধ্যে অনেকটা পাল্টে গেছে পদ্মা’র পাড়ের চিরচেনা দৃশ্যপট। প্রতিদিনই, বাড়ছে, দর্শনার্থীদের ভীড়। এতে, বাড়ছে, পদ্মা পাড়ের পর্যটন গুরুত্ব। রাজধানীর সাথে কম দূরত্ব এবং সময় সাশ্রয়ী হবার কারণে, এই লক্ষণকে সম্ভাবনাময়, পর্যটন স্পট গড়ে ওঠার ইঙ্গিত বলেই মনে করেন, এ খাতের বিশেষজ্ঞরা। অবশ্য, একটি পর্যটন কেন্দ্র নির্মানে, সেতু কর্তৃপক্ষে কাছে, প্রয়োজনীয় জমি বরাদ্দ চেয়েছে, পর্যটন মন্ত্রণালয়। উদ্দেশ্য, পর্যটনে বে-সরকারী বিনিয়োগকে আরো আকৃষ্ট করা। তবে, হোটেল রিসোর্ট কিংবা পর্যটন সংশ্লিষ্ট যাই হোক না কেন, তা অবশ্যই পরিবেশ বান্ধব হতে হবে, বলেই মত দিচ্ছেন, পর্যটন সংশ্লিস্টরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি