পাকিস্তানিদের কোনো ক্ষতি হলে কঠিন পরিণাম ভোগ করতে হবে ভারতকে : খাজা আসিফ
প্রকাশিত : ১১:৩৬, ২৫ এপ্রিল ২০২৫ | আপডেট: ১১:৫১, ২৫ এপ্রিল ২০২৫

পাহেলগামে ভয়াবহ হামলার পর ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে পৌঁছেছে। এই প্রেক্ষাপটে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "যদি আমাদের কোনো নাগরিক ক্ষতির সম্মুখীন হয়, তাহলে ভারতকে এর পরিণাম ভোগ করতে হবে" ।
তিনি আরও বলেন, "ভারত যদি আমাদের শহরগুলোতে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়, তাহলে আমরা তাদের মূল্য চুকাতে বাধ্য করব" । আসিফ দাবি করেন, পাকিস্তানের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে যে, ভারত পাকিস্তানের বিভিন্ন শহরে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছে।
পাহেলগামে হামলার পর ভারত পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস করেছে, সীমান্ত বাণিজ্য স্থগিত করেছে এবং ইন্দাস পানি চুক্তি বাতিলের হুমকি দিয়েছে। এর প্রতিক্রিয়ায় পাকিস্তানও ভারতের সঙ্গে বাণিজ্য স্থগিত করেছে, আকাশপথ বন্ধ করেছে এবং ভারতীয় নাগরিকদের ভিসা বাতিল করেছে ।
খাজা আসিফ বলেন, "যদি ভারত কোনো আগ্রাসন চালায়, তাহলে আমরা সমানভাবে প্রতিক্রিয়া জানাব। এটি একটি পরিমিত প্রতিক্রিয়া হবে।" তিনি আরও বলেন, "যদি পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হয়, তাহলে এটি একটি সর্বাত্মক যুদ্ধ হবে" ।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ভারতকে আহ্বান জানান, যদি পাকিস্তান হামলার সঙ্গে জড়িত থাকে, তাহলে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে প্রমাণ শেয়ার করতে ।
উল্লেখ্য, ২২ এপ্রিল কাশ্মীরের পাহেলগামে এক সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হন। এই হামলার দায় স্বীকার করেছে কাশ্মীর রেজিস্ট্যান্স নামের একটি গোষ্ঠী, যা পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তৈয়বার একটি শাখা বলে ধারণা করা হচ্ছে ।
এই পরিস্থিতিতে দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে, যা দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
আরও পড়ুন