ঢাকা, শনিবার   ০৪ মে ২০২৪

পাটের ওপর ভারত অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করায় প্রায় ১শ কোটি টাকার রপ্তানি আটকে গেছে

প্রকাশিত : ১৩:৩৬, ১৫ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৩:৩৬, ১৫ জানুয়ারি ২০১৭

পাট ও পাটজাত পণ্যের ওপর ভারত একতরফাভাবে অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করায় বাংলাদেশী ব্যবসায়ীদের প্রায় ১শ কোটি টাকার রপ্তানি আটকে গেছে। সংশ্লিস্টদের দাবী, কাঁচা পাট রপ্তানি পুরোপুরি বন্ধ করে দিলে ভারতের পাটকল মালিকরা বিপাকে পড়বে। এতে ভারত সরকার আলোচনায় বসতে বাধ্য হবে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরের সময় আলোচনার কথা জানালেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম। গেল ৫ জানুয়ারী এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে বাংলাদেশের পাট ও পাটজাত পণ্যে অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করেছে ভারত। সংশ্লিস্টরা জানিয়েছেন, বাংলাদেশের প্রায় ৪ শ ট্রেডিং কোম্পানী ভারতে পাট ও পাটজাত পণ্য রপ্তানি করে আসছে। আগের রপ্তানি আদেশ অনুযায়ি এসব ট্রেডিং কোম্পানি প্রায় ১ শ কোটি টাকার পাট ও পাটজাত পণ্য প্রস্তুত করেছে। কিন্তু আকস্মিকভাবে ভারত সরকারের শুল্ক আরোপে আটকে গেছে ওই রপ্তাানি। উদ্যেক্তাদের দাবী, ভারতীয় ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে উৎপাদন খরচ বিবেচনায় না নিয়ে অযৌক্তিকভাবে একতরফা সিদ্ধান্ত নিয়েছে ভারত। ফলে আগে প্রস্তুত করা পাট ও পণ্য নতুন শর্তে রপ্তানি করলে লোকসানে পড়বেন বাংলাদেশের ব্যাবসায়ীরা। রাজনৈতিকভাবে দ্রুত ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকারের পাশাপাশি ভারতীয় আমদানীকারকদের উদ্যোগ নেয়ার আহবান এই ব্যবসায়ীর। শুল্ক আরোপের বিষয়টি একতরফা বলে জানালেন পাট প্রতিমন্ত্রীও। তবে দুই দেশের সরকারের মধ্যে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন তিনি। ব্যবসায়ীদেও, আশংকা পাট ও পাটজাত পণ্য রপ্তানী বাধাগ্রস্থ হলে দাম কমে যাবে, এতে লোকসানে পড়বে কৃষকরাও। তাই বিষয়টি দ্রুত সুরাহা করার দাবি তাদের।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি