ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

করোনা সংকট

পাবনা ও সিরাজগঞ্জে খামারীদের থেকে লাখ লিটার দুধ কিনেছে র‌্যাব

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ২০:১৪, ১৩ মে ২০২০ | আপডেট: ২০:১৫, ১৩ মে ২০২০

সিরাজগঞ্জ ও পাবনা করোনায় ভাইরাসের কারণে বিপাকে পড়া দুগ্ধ খামারীদের কাছ থেকে প্রায় এক লাখ লিটার দুধ কিনেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২। প্রাণঘাতি এ ভাইরাসের কারনে জেলাগুলোর খামারিরা দুধ সরবারহ করতে পারছেন না। ঠিক সেই মুর্হূতে তাদের কাছ থেকে এ দুধ কিনেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী এ সংস্থাটি। 

র‌্যাব-১২ ’র অধিনায়ক লে. কর্ণেল মুহাম্মদ খায়রুল ইসলাম বলেন, ‘দেশের চলমান করোনা পরিস্থিতিতে অর্থনীতি সচল রাখা অত্যন্ত প্রয়োজন। কৃষক, শ্রমিক, খামারিরাই দেশের অর্থনীতির কান্ডারী। এ অঞ্চলের 
খামারিরা অর্থনীতিতে এক বিরাট অবদান রাখছেন। মাননীয় প্রধানমন্ত্রী আহবান জানিয়েছেন, দেশের এ সংকটময় মুহূর্তে সাধ্যমত স্বল্প আয়ের মানুষের পাশে দাঁড়ানোর। আমরা সেই চেষ্টাই করছি।’

এমএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি