পাবনায় পুলিশের সাথে 'বন্দুকযুদ্ধে' এক পলাতক আসামির মৃত্যু
প্রকাশিত : ১২:০৯, ২৯ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১২:০৯, ২৯ জানুয়ারি ২০১৭
পাবনার আটঘরিয়ায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে শরীফ হোসেন নামে এক পলাতক আসামির মৃত্যু হয়েছে। রাতে সুতির বিল এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দুই এসআই গুলি করা মামলার পলাতক আসামীরা সুতিরবিলের কাছে আছে তথ্য পেয়ে তাদের ধরতে যায় টহল দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়তে থাকে সন্ত্রাসীরা। পুলিশও পাল্টা গুলি ছুড়লে পালিয়ে যায় তারা। গুলিবিদ্ধ অবস্থায় শরীফকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি শাটারগান, ৩ রাউন্ড গুলি, একটি রামদা ও একটি চাপাতি উদ্ধার করে পুলিশ। ২৬ জানুয়ারি আটঘরিয়া থানার এসআই মনির ও তোফাজ্জলকে গুলি করে পালায় সে।
আরও পড়ুন