ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

পাবনায় শিশু হত্যার দায়ে একজনের ফাঁসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১২, ২৮ জুন ২০১৮

Ekushey Television Ltd.

পাবনার চাটমোহরে চার বছর বয়সের শিশু আবদুল্লাহ আল নুর অপহরণ ও হত্যার দায়ে একজনের ফাঁসি ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনাল। একই সঙ্গে মামলার অপর তিন আসামীকে খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে এই রায় ঘোষণা করেন রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শিরিন কবিতা আখতার। সাজাপ্রাপ্ত আসামীদের মধ্যে সোহেল বিশ্বাসের মৃত্যুদণ্ড এবং আব্দুস সামাদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় বলে জানান আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু।

তিনি জানান, ২০১৪ সালের ২৫ জুন বেলা ১১টার দিকে পাবনার চাটমোহর উপজেলার ছোট শালিখা নতুন বাজার এলাকার আবুল হোসেনের চার বছরের শিশু নুরকে অপহরণ করে হত্যার পর লাশ টুকরো করা হয়। এ ঘটনায় ওই দিন রাতেই আবুল হোসেন পাঁচজনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ মামলাটি তদন্ত করে পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। পরে পাবনা আদালত থেকে মামলাটি রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি