ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

পাবনায় র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে ২ চরমপন্থী নিহত, আগ্নেয়াস্ত্র ও রাউন্ড গুলি

প্রকাশিত : ১২:৫৯, ২৮ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৩:২১, ২৮ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

পাবনার আতাইকুলার গয়েশবাড়ি এলাকায় র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে বিপুল ও মইন নামে ২ চরমপন্থী নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। শুক্রবার ভোর চারটার দিকে এ’ ঘটনা ঘটে। র‌্যাব জানায়, গয়েশবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে নাশকতার উদ্দেশে চরমপন্থিরা  বৈঠক করছে- এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র‌্যাব। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছোঁড়ে সন্ত্রাসীরা। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছোঁড়ে। পরে ঘটনাস্থল থেকে দুইজনের মৃতদেহ উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় নাম-পরিচয় সনাক্ত করে র‌্যাব। তাদের বিরুদ্ধে আতাইকুলা থানায় শাজাহান মাস্টার ও ইউপি সদস্য শাহজামাল হত্যাসহ কয়েকটি মামলা রয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি