ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

পিএসজিকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ম্যানচেস্টার সিটি

প্রকাশিত : ১৬:৩২, ১৩ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৬:৩২, ১৩ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের অন্যম্যাচে পিএসজিকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মত সেমিফাইনালে উঠে ম্যানচেস্টার সিটি। কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগের এ ম্যাচে ঘরের মাঠে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। প্রথমার্ধের ২৯ মিনিটে ম্যানসিটির হয়ে পেনাল্টি থেকে গোল করার সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি সার্জিও আগুয়েরো। ৭৬ মিনিটে একমাত্র জয়ের গোলটি করেন কেভিন ডি ব্র“ইন। এরআগে, প্রথম গেলের ম্যাচে পিএসজির মাঠে ২-২ গোলের সমতায় নিয়ে ফেরে সিটিজেনরা। আর এম্যাচে ঘরের মাঠে তাদের হারিয়ে প্রথমবারের মত সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে সিটিজেনরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি