ঢাকা, মঙ্গলবার   ২১ মে ২০২৪

পুঁজিবাজারে আস্থা ফিরিয়ে আনতে মাসিক পরিকল্পনা চালু করেছে আইডিএলসি ইনভেস্টমেন্ট

প্রকাশিত : ১৩:৩৬, ১০ আগস্ট ২০১৬ | আপডেট: ১৩:৩৬, ১০ আগস্ট ২০১৬

বর্তমান পুঁজিবাজার থেকে লাভবান হবার সুযোগ থাকলেও ঝুঁকির মাত্রা বেড়েছে; আর তাই আস্থাহীনতায় ভুগছেন ক্ষুদ্র বিনিয়োগকারীরা- এমনটাই মনে করেন অর্থনীতিবিদ ও পুঁজিবাজার বিশেষজ্ঞরা। বিনিয়োগে উৎসাহিত করতে বাজারে আকর্ষণীয় শেয়ার ছাড়ার পাশাপাশি মাসিক ভিত্তিতে পরিকল্পনা গ্রহনের পরামর্শ তাদের। ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য আইডিএলসির অধিনস্থ মাসিক বিনিয়োগ পরিকল্পনা ইজি ইনভেস্টের উদ্বোধন করে তারা এসব বলেন। দেশের পুঁজিবাজারে আস্থা ফিরিয়ে আনতে মাসিক পরিকল্পনা চালু করেছে আইডিএলসি ইনভেস্টমেন্ট। ইজি ইনভেস্ট নামের এই পরিকল্পনায়  ব্লু চিপ স্টক-এ বিনিয়োগের সুযোগ রয়েছে, যেখানে সম্ভবনা আছে  ৪০০গুন প্রবৃদ্ধির । মধ্যবিত্তের জন্য আনা এই পরিকল্পনার উদ্বোধন হয়, রাজধানীর একটি হোটেলে। এসময় অর্থনীতিবিদরা বলেন, বিনিয়োগের পরিমান কম হলেও সর্তকতার সাথে কার্যক্রম পরিচালনা করতে হবে । একইসাথে বিনিয়োগকারীদের আস্থা অর্জনে বাজারে আকর্ষনীয় শেয়ার আনার পরামর্শ দেন তারা । পুঁজিবাজারে এখনো ইমেজ সংকটের কারনে ৫ থেকে ৬ শতাংশ লভ্যাংশের সম্ভবনাও বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে পারছে না বলে মন্তব্য তাদের। বিনিয়োগে ঝুঁকি এবং লাভের সম্ভবনাকে সামঞ্জস্যে আনতে পারলে পুঁজিবাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরা আস্থা ফিরে পাবেন বলে মনে করেন তারা ।  
Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি