ঢাকা, মঙ্গলবার   ২০ মে ২০২৫

পুরনো মামলা নিষ্পত্তি করছে আপিল বিভাগ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২২, ৭ সেপ্টেম্বর ২০২০ | আপডেট: ১৩:৩১, ৭ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

পুরনো মামলা নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ভার্চুয়াল আপিল বেঞ্চ গত কয়েক দিনে ২০ বছর আগের পুরনো মামলাসহ বেশ কয়েকটি মামলা নিষ্পত্তি করেছেন। আর একে স্বাগত জানিয়েছেন আইনজীবীরা। তারা বলছেন, এ উদ্যোগের ফলে মামলাজট কমাসহ বিচারকাজে গতি বাড়বে। 

সম্প্রতি আপিল বিভাগের রায়ে ২০ বছর ধরে কনডেম সেলে থাকার পর মুক্তি পায় খুলনার জাহিদ। ১৯৯৭ সালে স্ত্রী ও মেয়েকে হত্যা মামলায় ২০০০ সালে বাগেরহাটের জেলা ও দায়রা জজ আদালত জাহিদ শেখকে মৃত্যুদণ্ড দেন। হাইকোর্টও রায় বহাল রাখেন। সর্বশেষ আপিল বিভাগ জাহিদকে খালাস দেন।

এরপর নড়াইলের আউয়াল ফকিরের মৃত্যদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন দেন আপিল বিভাগ। মামলাটি আপিল বিভাগের নজরে আসলে তার পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ করেছিলেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ।

প্রতিদিনই পুরনো মামলাগুলোর সঙ্গে নতুন মামলা যোগ হচ্ছে। সর্বশেষ পরিসংখ্যান বলছে, বর্তমানে মামলার সংখ্যা ৩৬ লাখ ৮৪ হাজার ৭২৮ টি। তবে সম্প্রতি পুরনো মামলা শুনানির উদ্যেগ নিয়েছেন ভাচুর্য়াল আপিল বেঞ্চ। ২০ বছর পুরোনো মামলাও থাকছে কার্যতালিকায়। গুরুত্ব পাচ্ছে কারাগার থেকে আসামীদের করা জেল আপিল, ডেথ রেফারেন্সসহ অন্য মামলাগুলোও।

বিষয়টিকে স্বাগত জানিয়েছেন আইনজীবীরা। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন বলেন, ‘জেল আপিলগুলোর দুর্ভাগ্য হলো এগুলোর কোন অভিভাবক থাকে না। দেখা যায়, আসামী জেল আপিল পাঠাল কিন্তু মাঝ পথে চাপা পড়ে। আদালতে তো পেশ করাই হয় না। এমন উদ্যোগে পুরনো মামলার জট কমে যাবে। অনেকগুলো মামলা থেমে আছে শুধু শুনানী করলেই শেষ হয়ে যাবে।’ 

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ বলেন, ‘আপিল বিভাগ উদ্যোগী হয়ে পুরনো মামলা এনে শুনানি করছেন। এতে উপকার হবেন ভুক্তভোগীরা। অনেকে আইনজীবীও নিয়োগ করতে পারেন না।’ মহামারির কারণে ৫ মাস বন্ধ থাকার পর গত ১২ আগস্ট ভার্চুয়াল বেঞ্চের পাশাপাশি নিয়মিত আদালত চালু হয়। 

এমএস/


 


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি