পূর্ণাঙ্গ রূপ পায়নি রাঙামাটির স্টেডিয়াম
প্রকাশিত : ১৫:৩৭, ১ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৫:৩৭, ১ ফেব্রুয়ারি ২০১৭
দীর্ঘ ১৭ বছর পেরিয়ে গেলেও পূর্ণাঙ্গ রূপ পায়নি রাঙামাটির স্টেডিয়াম। বাউন্ডারী ওয়াল নির্মাণসহ বেশ কিছু কাজ বাকী থাকায় স্টেডিয়ামটি ব্যবহার হচ্ছেনা জাতীয় কোনো খেলায়। সম্পূর্ণ রূপে স্টেডিয়ামটি তৈরি হলে এ অঞ্চলের খেলাধুলার মান যেমন বাড়বে, তেমন প্রসার ঘটবে রাঙামাটির পর্যটন শিল্পের।
হ্রদ-পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্যে ঘেরা পর্যটন শহর রাঙামাটি। প্রাকৃতি সৌন্দর্য আর এ অঞ্চলের আদিবাসী জাতিসত্তার বৈচিত্র্যময় সংস্কৃতি ও জীবনধারা দেখতে দেশ-বিদেশের ভ্রমণ পিপাসু পর্যটকরা ছুটে আসেন এখানে।
এই অপরুপ সৌন্দর্য্যকে ঘিরে রাঙামাটিতে গড়ে উঠছে মারী নামে একটি স্টেডিয়াম। ১৯৮০ সালে এই স্টেডিয়ামের কাজ শুরু হয়। পরবর্তীতে ২০০০ সালে পূর্নাঙ্গ স্টেডিয়াম ঘোষনার প্রেক্ষিতে ছয় হাজার দর্শক ধারন ক্ষমতাসম্পন্ন গ্যালারী নির্মাণ করা হয়। তবে বর্তমানে স্টেডিয়ামটির বাউন্ডারী ওয়াল নির্মাণসহ বাকী আছে অনেক কাজই ।
এ অঞ্চল থেকে ফুটবল, মহিলা ক্রিকেট ও এ্যাথলেটিকসে জাতীয় ও আর্ন্তজাতিক পর্যায়ে অনেক কৃতি খেলোয়াড় অংশ নিয়েছেন, অনেকেই খেলছেন। পূর্ণাঙ্গ একটি স্টেডিয়াম বাড়াতে পারে সাফল্যের এই ক্ষেত্র।
রাঙামাটির মারী স্টেডিয়ামটি আন্তর্জাতিক পর্যায়ে উন্নিত করলে এই অঞ্চলের খেলাধুলার মান বৃদ্ধির পাশাপাশি পর্যটন শিল্প আরো বিকশিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন