ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

পেঁয়াজশূন্য হয়ে পড়েছে নাটোর

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১০:৩০, ১৯ নভেম্বর ২০১৯

নাটোরের কোনও বাজারে মঙ্গলবার সকাল থেকে পেয়াঁজ নেই। ফলে পেঁয়াজশূন্য হয়ে পড়েছে নাটোরের নিচাবাজার, স্টেশন বাজার ও গাড়িখানা বাজার।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, অধিকাংশ দোকানি পেঁয়াজ ছাড়াই ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখেছেন। আমদানি না হওয়ায় তারা পেঁয়াজ কিনতে পারছেন না বলে জানান। আমদানি হলে তারা দোকানে পেঁয়াজ তুলবেন।

বিক্রেতারা তাদের সামান্য পরিমাণের মজুদ পেঁয়াজ স্থানীয় প্রশাসনের বেঁধে দেয়া দাম ১৬০ টাকা কেজি দরে বিক্রি করেন। ক্রেতাদের চাপ বাড়ায় মজুদ এসব পেঁয়াজও মহূর্তে শেষ হয়ে যায়। ক্রেতারা পেঁয়াজ না পেয়ে বিভিন্ন বাজারে যাচ্ছেন। 

ব্যবসায়ীদের অভিযোগ পুলিশসহ বাজার মনিটরিং কমিটির অভিযানের পর বাজারে পেঁয়াজ সরবরাহ নেই। ফলে বাজার পেঁয়াজশূন্য হয়ে পড়েছে বলে জানান নিচাবাজারের আড়তদার মোহম্মদ বাবু। যাদের কাছে মজুদ রয়েছে তারা প্রশাসনের বেঁধে দেয়া প্রতিকেজি ১৬০ টাকা দামেই বিক্রি করছেন বলে জানান তিনি।

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি