ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

পেপ গার্দিওলার জন্মদিন আজ

প্রকাশিত : ১৮:৩২, ১৮ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:৩২, ১৮ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

পেপ গার্দিওলা স্পেনের সাবেক ফুটবলার। বর্তমানে ফুটবল বিশ্বে অন্যতম সফল কোচ। জিতেছে ফিফার সেরা কোচের পদক। বর্তমানে ম্যানচেস্টার সিটির কোচের দ্বায়িত্ব পালন করছেন। ১৯৭১ সালে ১৮ই জানুয়ারী জন্মগ্রহণ করেন এ তারকা খেলোয়াড় ও কোচ। পুরো নাম জোসেপ পেপ গার্দিওলা সালা। তবে কাছের মানুষের কাছে সালা নামেই বেশী পরিচিত এ তারকা। স্পেনের পেশাদার ফুটবল কোচ ও সাবেক ফুটবলার। ১৯৭১ সালের আজকের দিনে স্পেনের সান্টপেদোরে জন্ম গ্রহণ করেন এ তারকা ফুটবলার। তার সময়ে গার্দিওলা ডিফেন্সিভ মিডফিল্ডার হলেও দক্ষতা ও নৈপুণ্যে ছিলেন অতুলোনীয়। মুলত প্লেমেকারে  ভুমিকাতেই থাকতেন তিনি। ক্লাব পর্যায়ে বেশীর ভাগ সময় বার্সেলোনাতেই কাটিয়েছেন এ তারকা। ১৩ বছর বয়সে বার্সেলোনা ফুটবল একাডেমীতে যোগ দেন পেপ গার্দিওলা। বার্সেলোনা বি দলের হয়ে ১৯৯০ সালে কার্ডিজ সিএফের বিপক্ষে প্রথম পেশাদার ফুটবল খেলেন তিনি। এরপর আর পেছনে তাকাতে হয়নি এ স্পেনিয়ার্ড তারকাকে। গার্দিওলা বার্সেলো বি দলে খেলার পাশাপাশি মূল দলেও খেলতে থাকেন নিয়মিত। ১৯৯০ থেকে ২০০১ সাল পর্যন্ত কাতালানদের হয়ে ২৬৩টি ম্যাচ খেলেছেন এ ডিফেন্ডার। গোলও পেয়েছেন ৬টি। ২০০১-২০০২ মৌসুমে ব্রেসিয়ায় যোগ দেন গার্দিওলা। পরের বছর র্ধোসঢ়;মাতে নাম লেখান তিনি। এক বছর খেলে আবারো পুরোনো ক্লাব ব্রেসিয়াতে আসেন গার্দিওলা। ২০০৩ সালে আল আহলি ক্লাবে যোগ দেন পেপ গার্দিওলা। এরপর ২০০৫ সালে সিনালোয়ায় যোগ দেন পেপ গার্দিওলা। শুধু ক্লাব পর্যায়ে নয় ১৯৯১ সালে স্পেনের অনূর্ধ্ব-২১ দলেল হয়ে মাঠে নামেন গার্দিওলা। পরে  বছর অনূর্ধ্ব-২২ দলের হয়ে খেলেন তিনি। ১৯৯২ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত টানা স্পেন জাতীয় দলের হয়ে মাঠে নামে গার্দিওলা। খেলা ছেড়ে ২০০৭ সালে বার্সেলোনা বি দলের কোচের দ্বায়িত্ব পালন করেন তিনি। এরপর ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত বর্সার মূল দলের কোচের দ্বায়িত্বপালন করেন তিনি। এরপর ২০১৩ সাল থেে ২০১৬ সাল পর্যন্ত বায়ার্ন মিউনিখে কোচের দ্বায়িত্ব পালন করে দ্বায়িত্ব নেন ম্যানচেস্টার সিটির। এখনো সে ক্লাবেরই কোচিংয়ের দ্বায়িত্বে রয়েছেন। গার্দিওলার স্পেন ১৯৯২ সালে অলিম্পিকে স্বর্ণ, ১৯৯৪ সালে বিশ্বকাপ এবং ২০০০ সালে উয়েফা ইউরোতে শিরোপা জেতে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি