ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

পৌষ সংক্রান্তি উপলক্ষে হবিগঞ্জে বসেছে ঐতিহ্যবাহী মাছ মেলা

প্রকাশিত : ১৩:৪১, ১৫ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৩:৪১, ১৫ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

পৌষ সংক্রান্তি উপলক্ষে হবিগঞ্জে বসেছে ঐতিহ্যবাহী মাছ মেলা। মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়াসহ আশপাশের জেলা থেকে মেলা দেখতে এসেছেন কয়েক হাজার মানুষ। মেলা উপলক্ষ্যে গ্রামজুড়ে যেন উৎসবের আমেজ। ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা বিপিন পালের জন্মভূমি হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রাম। প্রায় ২শ’ বছর ধরে প্রতি বছর পহেলা মাঘ বসে মেলা। বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা বিশালাকৃতির মাছ নিয়ে আসেন। তাই মাছের মেলা নামেই পরিচিতি পেয়েছে। মেলাটি রূপ নিয়েছে উৎসবে। এ বছর মেলায় সবচেয়ে বড় বাঘাই মাছটি নিয়ে আসেন উমেদনগর গ্রামের সমরাজ মিয়া। ৪৫ কেজি ওজনের মাছটির দাম হেঁকেছেন ৯০ হাজার টাকা। স্থানীয় ইউপি চেয়ারম্যান জানালেন, প্রতি বছর মেলার জন্য অপেক্ষা করে থাকেন গ্রামের মানুষ। প্রথমদিকে মেলাটি সনাতন ধর্মাবলম্বীরা আয়োজন করলেও পরবর্তীকালে সার্বজনীন মেলায় রূপ নেয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি