ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রকৃতি ও সমাজ ধ্বংসকারীদের বিরুদ্ধে রাষ্ট্র উদাসীন থাকলে দেশের উন্নয়ন হবেনাঃ ইনু

প্রকাশিত : ১৭:০৪, ২৭ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৭:০৪, ২৭ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

প্রকৃতি ও সমাজ ধ্বংসকারীদের বিরুদ্ধে রাষ্ট্র উদাসীন থাকলে দেশের উন্নয়ন হবেনা বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। মঙ্গলবার দুপুরে ঢাকা আহসানিয়া মিশন কর্তৃক চাঁদ সুলতানা পূরস্কার প্রদান অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণে গণসচেতনতা এবং গবেষণায় অবদান রাখায় প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবুর হাতে পুরষ্কার তুলে দেন আহসানিয়া মিশনের সভাপতি কাজী রফিকুল আলম। প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক শাহ আলমগীর সহ বিশিষ্টজনেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তথ্যমন্ত্রী সামাজিক বলয় ও প্রকৃতি রক্ষায় সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি